নিজস্ব প্রতিবেদক
রামুকে অবৈধভাবে পাচার কালে জ্বালানি কাঠ উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের বিশেষ টহল টিম । যার পরিমাণ প্রায় ১৫০ ঘনফুট। শনিবার (১২জুন) রাত ১১টার দিকে রামু রাবার বাগান এলাকা থেকে এসব আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় অবৈধ জ্বালানী কাঠ বোঝাই ডাম্পার গাড়ী জব্দ করা হয়। অভিযান চালায় কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল অফিসার (ওসি) একেএম আতা এলাহী ।
এদিকে একইদিন কক্সবাজার কলাতলী ডলফিন মোড় হতে ২ টুকরা গর্জন ও ১ টুকরা মেহগনি গোল কাঠ পরিবহন কালে শহরমুখী ট্রলি গাড়ী জব্দ করা হয়। গোলকাঠের পরিমান আনুঃ ৩০ ঘনফুট৷
বনবিভাগ জানান কিছু অসাধু ব্যবসায়ী একটি গাড়িতে করে বনের কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য গাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। পরে ওই কাঠ উদ্ধার করা হয় ওগাড়িটি আটক করে।তবে কাউকে আটক করা যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.