রামুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রামুতে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল- ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, দুপুরে দোয়া মাহফিল, বিকালে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককেটে জন্মদিন উদযাপন।

১৭ মার্চ (বুধবার) বিকালে রামু চৌমুহনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড্ মোজাফ্ফর আহমদ হেলালী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম।

ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, কক্সবাজার জেলা তাঁতীলীগের সহসভাপতি আনচারুল হক ভুট্টো, রামু তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল আলম কাজল, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মিজানুল হক রাজা, যুবলীগের প্রচার সম্পাদক নবীউল হক আরকান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ওলামালীগ সভাপতি মৌলানা নুরুল আজিম, ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল, এনামূল হাছান রিয়াদ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.