কফিল উদ্দিন রামু:
কক্সবাজারের রামুতে টানা ভারি বর্ষনের ফলে তলিয়ে গেছে মাঠঘাট সহ নিম্নাঞ্চলের বাড়িঘর। সৃষ্ট বন্যার ফলে পশুপাখিদের চলাচল ও আহার গ্রহনে নানা বাধাবিপত্তি হচ্ছে। তারই পেক্ষিতে বিশালাকার ২০ কেজি ওজনের একটি গোল্ডেন ফাইতন প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পরবর্তী সাপটি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগ ।
সরেজমিন পরিদর্শন ও প্রাপ্ত তথ্যে জানা যায়,
২৮ জুলাই বুধবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের সিমানায় প্রদত্ত জালে সাপটি আটকা পড়ে, স্থানীয় পথচারীদের দৃশ্যটি নজরে আসে, এসময় স্হানীয় জনসাধারনের অনুরোধে একই এলাকার সাহসী যুবক আবদুচ্ছালাম সাপটি উদ্ধার করেন।
পরে সকাল ১০ টায় বাকখালী বিটের মধ্যস্থতায় সমাজের শত শত মানুষের উপস্হিতিতে অজগর সাপটি পার্শ্ববর্তী বাদইজ্জা কুমস্হ সামাজিক বনায়নে অবমুক্ত করা হয়।
সমাজ সেবক জাফর আলম জানান, গত ২ দিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে বাকঁখালী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবাসস্হল হারিয়ে ২০ কেজী ওজনের সাপটি উজান থেকে ভেসে আসে। পানির স্রোতের গতিবেগ বেশি হওয়াতে সাপটি জালে আটকা পড়ে।
বাকঁখালী বিট কর্মকর্তা রবিউল হাসান জানান, বিরল প্রজাতির স্বর্নালী রঙ্গের এই সাপ জাতীয় সম্পদ,
সাপটি অবমুক্ত করায় বেশ ভালো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.