রাবি উপাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহানসহ প্রশাসনের শীর্ষ ৫ কর্মকর্তাকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দীনের স্ত্রী মোমেনা জীনাত।

মোমেনা জীনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শেখ রাসেল মডেল স্কুলের প্রাক্তন অধ্যক্ষ। মামলায় তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বেতন, ভাতা ও পেনশন আটকে রাখার অভিযোগ করেছেন।

উপাচার্য ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বারী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ, শেখ রাসেল মডেল স্কুলের সভাপতি অধ্যাপক গোলাম কবীর এবং স্কুলের বর্তমান অধ্যক্ষ। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রারকেও আসামি করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী নুর-এ কামরুজ্জামান ইরান জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালত-১ এর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং ৬/২০২০ (টাকা)। আদালতের বিচারক জয়ন্তী রাণী মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

তিনি জানান, মামলার বাদী মোমেনা জীনাত রাবির শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ ছিলেন। অবসর গ্রহণের পর নিয়ম বহির্ভূতভাবে তার পেনশনের ৪৫ লাখ ৬১ হাজার ৯৪৫ টাকা আটকে রাখা হয়েছে। আইনি নোটিশ দিয়েও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে প্রতিকার পেতে আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম.এ বরীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.