নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার উপজেলায় দক্ষিণ সাহিত্যিকাপল্লীর নানার বাড়ির সংলগ্ন রাবার ড্যামের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউনিয়নের রবার ড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু হলো কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকাপল্লীর রংমিস্ত্রি মোঃ জোবাইরের মেজু ছেলে কায়ছার (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার নানার বাড়ি রবার ড্রাম এলাকায় বেড়াতে যায়। হঠাৎ না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে স্বজনেরা। বাড়ির পাশের রাবার ড্যামের পানিতে একজনকে ভাসতে দেখে। উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বর চিকিৎসক বেলা একটার দিকে বলেন, শিশু টিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
শিশুটির চাচা আমান উল্লাহ বলেন, তিন ভাইয়ের মধ্যে কায়ছার ছিল মেজু ছেলে। মা-বাবা সন্তান হারিয়ে পরিবার টিতে শোকের ছায়া নেমে এসেছে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.