রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ওয়ান  নিউজঃ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে গতকাল বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ দিনের কর্মসূচি শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ৪ সেপ্টেম্বর বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.