রাতে ফেসবুক লাইভে থাকছেন ডিএমপি কমিশনার
ওয়ান নিউজঃ জননিরাপত্তা বিধানে জনগণের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে নাগরিকদের মতামত শুনতে এবং তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিতে ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার রাত ৮ টায় সম্প্রতি ভেরিফাইড হওয়া ডিএমপি’র অফিসিয়াল ফেসবুক পেজ Dhaka Metropolitan Police-DMP তে লাইভ প্রোগ্রামে অংশ নেবেন তিনি। এ সময় নিজেদের প্রত্যাশা, অভিমত ও অভিযোগ সরাসরি কমিশনারকে জানাতে পারবে সবাই।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসুফ আলী।
তিনি জানান, এই লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট। যেকোনো প্রশ্ন, মতামত ও পরামর্শ জানাতে পোস্ট করা যাবে ইভেন্ট সেকশনেও। নগরবাসীর বিভিন্ন মতামতের বিষয়ে কী ভাবছেন তা জানতে মঙ্গলবার রাত ৮ টায় ডিএমপি’র ফেসবুক পেজে অংশ নেয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
এছাড়াও পরিচিত জনের কাছে ইভেন্টটি শেয়ার করার জন্যও আহ্বান জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.