রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ১৮ আগস্ট রাতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এর আগে মঙ্গলবার রাতে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল। ২ সদস্যের এ প্রতিনিধি দলে থাকছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার কাউসার আজিম সজীব।

মূলত শেষ সময়ের বাংলাদেশের প্রস্তুতি দেখে নেওয়ার জন্য ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার অগ্রবর্তী দল। ঢাকায় এসে দলটি বুধবার সকালে প্রথমে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে যাবে। এরপর সেখান থেকে এসে প্রস্তুতি ম্যাচের জন্য বিকল্প ভেন্যু ইউল্যাবের মাঠ পরিদর্শন করবেন দুই সদস্য। মূলত তাদের পরিদর্শনের পর জানা যাবে কোথায় হবে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। যেটি ২২ ও ২৩ আগস্ট ফতুল্লায় হওয়ার কথা। কিন্তু বৃষ্টির জমে থাকা পানির কারণে ওখানে খেলার তেমন উপায় নেই।

প্রস্তুতি ম্যাচের ভেন্যু পরিদর্শন শেষে মিরপুর শেরে বাংলায় আসবে অস্ট্রেলিয়ার এ প্রতিনিধি দল। এরপর রাতেই চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেবে তারা। সেখানে পৌঁছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করবেন দুজন। ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু মিরপুরে। এরপর বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর শুরু হবে চট্টগ্রামে।

অস্ট্রেলিয়ার অগ্রবর্তী এ দল নিয়ে বিসিবির লজিস্টিক ম্যানেজার জানান, ‘আজ রাতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার একটি অগ্রবর্তী দল। ২ সদস্যের এ দলটি আগামীকাল সকালে ফতুল্লাহ স্টেডিয়াম পরিদর্শন করবে। এরপর ইউল্যাব, মিরপুর ও চট্টগ্রামের মাঠও দেখবে তারা।’

উল্লেখ্য, এর আগে দুই দফা বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। হোটেল, ভেন্যু পরিদর্শন ছাড়াও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখতে পুলিশ হেড কোয়ার্টারে আলোচনা করেন তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.