আবুল কাশেম সাগর,রামুঃ
রামুর রাজারকুলে টি-২০ ক্রিকেট এন্ড ডাংগুলি টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। তিনি বলেন খেলাধুলা মাদক,সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দি কিংস্ অব রাজারকুল আয়োজিত
ক্রিকেটে ফাইনাল খেলায় স্বপ্নতারা জুয়েলার্স ক্রিকেট একাদশ,পঞ্জেঘানা, বনাম শ্রীমুরা ক্রিকেট একাদশ, চাকমারকুল।
এতে শ্রীমুরা ক্রিকেট একাদশ ৬০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।
ডাংগুলি খেলায় অংশ গ্রহণ করেন এইচ কে কিংস্ ডাংগুলি দল, পশ্চিম সিকদার পাড়া বনাম ধলারপাড়া সিনিয়র ডাংগুলি দল। এতে এইচ কে কিংস্ ডাংগুলি দল ৫ উইকেটে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। সংগঠনের সদস্য মাহমুদুল হাসান মাহমুদ ও হুমায়ুন কবির সোহেলের পরিচালনায় ক্রীড়া ও শিক্ষানুরাগী প্রবাসী হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত বিজয়ী দলের মাঝে ট্রপি ও পুরস্কার বিতরণে বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট শাহেদ উল্লাহ আনসারী, সাংবাদিক আবুল কাশেম সাগর, সাহাব উদ্দিন, জনাব জাহাঙ্গীর আলম, স্থানীয় ব্যক্তিবর্গবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দল ও সদস্যদের পুুরস্কার তুলে দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.