রাজাপালং ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

ওয়ান নিউজঃ উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালা উদ্দিনসহ ১৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।

এতে আরো ১৫/২০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়। যার মামলা নং ৩০। তারিখ২৪/৮/২০২৪ ইংরেজি। উক্ত মামলার বাদী উখিয়ার রাজাপালং গ্রামের মৃত সফর মুল্লুক এর ছেলে শাহ আলম।

আসামীরা হলেন- সালা উদ্দিন, মিজানুর রহমান, কামরুল ইসলাম টিটু, এনামুল কবির টিপু, তৌহিদুল আলম, মোহাম্মদ সুমন, রিয়াজুল হক সোহেল, নুরুল আবছার, গিয়াস উদ্দিন মাহামুদ, ওমর সাদেক, তারিকুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহীন, ফরিদ আলম, জহির উদ্দিন, নুরুল কবির ও মোহাম্মদ শামিম।

৫ আগষ্ট শেখ হাসিনার পতত্যাগের পরের দিন বিকাল পৌন ছয়টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালা উদ্দিন মেম্বারের নেতৃত্বে একদল লোক উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শাহ আলমের বসত বাড়ীতে হামলা চালিয়ে স্বর্নালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত সালা উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  1. itsreleased বলেছেন

    Fantastic beat I would like to apprentice while you amend your web site how could i subscribe for a blog site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear concept

  2. Fourweekmba বলেছেন

    Fourweekmba I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।