রাজনৈতিক দলের দেওয়া নাম থেকে ২০ জনকে বাছাই

ওয়ান নিউজঃ নতুন নির্বাচন (ইসি) কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো মোট ১২৫ জনের নাম জমা দিয়েছে। এর মধ্যে থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির মিটিং শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ১২৫ জনের তালিকা থেকে আমরা ২০ জনের একটি শর্ট লিস্ট করেছি। এই শর্ট লিস্ট থেকে নির্ধারিত সময়ের মধ্যে বাছাই করে আমরা রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের নাম জমা দিতে পারব।

রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া নামের মধ্যে কোনও মিল আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন,  প্রায় মিল আছে। আমরা এই নামগুলো থেকেই সজ্জনদের বাছাই করে নিতে পারব। বিশিষ্টজনরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ীই আমরা নাম বাছাই করেছি।

এর আগে মঙ্গলবার বিকালে সার্চ কমিটির কাছে খাম দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল এর মধ্যে নামের তালিকা দিয়েছে ২৫টি দল।

জানা যায়, আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ সদস্যের (মোল্লা অহিদুজামান, নুর মোহাম্মদ, আব্দুল করিম, মঞ্জুর হোসেন ও সাদেকা হালিম) নাম প্রস্তাব করা হয়েছে। । অন্যদিকে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা ও শাহদীন মালিক এর নাম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.