রাউজানে গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত ১৫ জন

 

মোঃ আলি উল্লাহ

চট্টগ্রামের রাউজানে বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ব্রাহ্মণহাট এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে কয়েকজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- মাধবপুর থানার ওসমান গণির ছেলে মো. সাইফুল (২৪), বাঁচা মিয়ার ছেলে নাদিম মিয়া (২০) আলিচর থানার মুরাদ নগরের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শরীফ (২৫), ও আবুল কাশেমের স্ত্রী তাছলিমা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, সকালে কাপ্তাই যাওয়ার পথে বাসটি ব্রাহ্মণহাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগার পর কয়েকজন আহত হয়েছেন। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.