রহস্যের আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প!

ইমাম খাইর
উখিয়ার ১৬ নং ক্যাম্পের জি ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোঃ নাইমুল হক।

কীভাবে আগুনের সূত্রপাত, হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

তবে, অনেকে এটিকে ‘রহস্যের আগুন’ মন্তব্য করেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.