রকেট হামলায় ইরাকের তেল শোধনাগারে আগুন

ডেস্ক নিউজ:
উত্তর ইরাকের একটি তেল শোধনাগারে রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবারের এ ঘটনায় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় সাময়িকভাবে শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইরাকি তেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলায় শোধনাগারের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার সালাহউদ্দিন প্রদেশের সিনিয়া শোধনাগারে জ্বালানি সংগ্রহের ট্যাংকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রকেট হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। নিজেজের ওয়েবসাইট আমাকে জঙ্গিরা জানিয়েছে, এ হামলায় তারা দুইটি রকেট ব্যবহার করেছে।

ইরাকের বৃহত্তম তেল শোধনাগার বাইজি-এর কাছেই সিনিয়া শোধনাগারটির অবস্থান। আইএসের বিরুদ্ধে যুদ্ধের সময়ও এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। জঙ্গিদের পরাজিত করার পর মেরামত কাজ শেষে ২০১৭ সালে এটি পুনরায় চালু করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.