যৌতুকের দাবিতে মারাত্মক জখম করলে যাবজ্জীবন
ওয়ান নিউজঃ যৌতুকের জন্য আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছর এবং মারাত্মক জখম করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, নতুন ধারায় যৌতুকের জন্য প্ররোচিত করলে বা অঙ্গহানির জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার জন্য ১৪ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, পাশাপাশি জরিমানা করা হবে (জরিমানার অর্থ পরিমাণ নির্ধারণ করা নাই)। আর যৌতুকের জন্য মারাত্মক জখম করলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১২ বছর সশ্রম করাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং দণ্ডের অতিরিক্ত অর্থ দণ্ডে দণ্ডিত হবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.