যে তেল মাখলে চুল পড়া কমে

ডেস্ক নিউজ:
চুল পড়া সমস্যায় অনেকেই ভুগছেন। সমাধান মেলেনি কিছুতেই। এবার তেল মেখেই চুল পড়া রোধ করতে পারেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, নারিকেল, অলিভসহ আরো কিছু তেল রয়েছে সেগুলো ব্যবহারে চুল পড়া কমে।

নারিকেল তেল
নারিকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই। ভিটামিন-ই ছাড়াও নারিকেল তেলে রয়েছে লরিক ও কেপ্রিক অ্যাসিড যা খুস্কির সমস্যা ও মাথার ত্বকের অ্যালার্জি-সহ অন্যান্য একাধিক সমস্যা সমাধানে সাহায্য করে।

অলিভ তেল
অলিভ তেল দিয়ে মালিশ করতে পারলে চুল হবে সুন্দর, স্বাস্থ্যজ্জ্বল। যে তেল দিয়ে রান্না করেন সেই তেলই কাজে লাগাতে পারেন চুলের যত্নে।

বেদানা তেল
চুলের ঘনত্ব বাড়াতে বেদানা তেল অত্যন্ত কার্যকরী। বেদানা তেলে থাকা পিউসিনিক অ্যাসিড নতুন চুল গজাতে সাহায্য করে।

রোজমেরি এসেনশিয়াল অয়েল
রোজমেরি তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-বি, ক্যালসিয়াম ও আয়রন যা চুল ঘন করতে সাহায্য করে।

অ্যাভোকাডো তেল
এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন-এ, ডি, ই, ভিটামিন-বি-৬, অ্যামাইনো অ্যাসিড যা চুলের গোড়া ভেঙে যাওয়ার সমস্যা রুখতে সাহায্য করে। চুলের অপুষ্টিজনিত সমস্যার দ্রুত সমাধানে অ্যাভোকাডো তেল অত্যন্ত কার্যকরী!

জোজোবা তেল
এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ই আর ভিটামিন-ডি যা যে কোনও ধরনের চুলের জন্যই উপকারী। প্রায় সব ন্যাচারাল শ্যাম্পুতেই থাকে জোজোবা তেল। শুধু তাই নয় রুক্ষ চুলের স্বাস্থ্য ফেরাতে আর অস্বাভাবিক চুল ঝরা রুখতে জোজোবা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.