যে কারণে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি ঐশ্বরিয়ার

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় এখন তার পরবর্তী চলচ্চিত্র ‘ফ্যানি খান’ নিয়ে ব্যস্ত। আর এই ছবি ঘিরেই নতুন খবর বেরিয়েছে বচ্চন পরিবারের এই সদস্যের নামে।

ছবিটিতে রাজকুমার রাওয়ের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ঐশ্বরিয়ার। কিন্তু, তাতেই নাকি আপত্তি তুলেছেন এই অভিনেত্রী।

ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে যাওয়ার বিষয়ে অবশ্য ঐশ্বরিয়া এখনও মুখ খোলেননি। তবে গুঞ্জন রয়েছে, পরিবারের কারণেই এই সিদ্ধান্ত তার।

বলিউডের গুঞ্জন হল, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর কাপুরের সঙ্গে রোম্যান্টিক কিছু দৃশ্যে অভিনয় করায় অশান্তি শুরু হয়েছিল বচ্চন পরিবারে।

সে সময় অভিষেকের সঙ্গেও মনোমালিন্য হয় ঐশ্বরিয়ার। এমনকি সাংবাদিকের সামনেই তাকে এড়িয়ে যান অভিষেক।

এর আগে ‘ধুম-২’ তে হৃতিক রোশনকে অনস্ক্রিন চুমু খাওয়া নিয়েও বচ্চন পরিবারে বিস্তর অশান্তি দেখা দিয়েছিল।

দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এখন বলিউডে অনেকেই বলছেন, ফের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে পারিবারিক ঝামেলায় পড়তে চান না ঐশ্বরিয়া। যদিও এ বিষয়ে বরাবরই চুপ থেকেছেন এই অভিনেত্রী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.