যেসব স্থানে নিয়োগ পাবেন ৩৯ হাজার শিক্ষক

ওয়ান নিউজ ডেক্সঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে ৩৯ হাজার ৫৩৫ শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি।

সারা দেশে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে ৯ হাজার মাদ্রাসা আছে। এসব প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দেয়া হবে এই ৩৯ হাজার ৫৩৫ শিক্ষক।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) করা জাতীয় মেধাতালিকা থেকে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

শিক্ষা বোর্ডের নিয়মানুসারে প্রতিটি প্রতিষ্ঠানে নারী-পুরুষ শিক্ষক নিয়োগ করা হবে। পৌর এলাকায় ৩০ শতাংশ ও বিভাগীয় শহরে ৪০ শতাংশ নারী কোটা পূরণ করা হবে।

তবে অনেক চাকরি প্রার্থীদেরই অভিযোগ, নিজ উপজেলায় পদ ফাঁকা না থাকলে আবেদন করে কোনো লাভ নেই।

তাই কোন উপজেলায় কতটি শূন্যপদ রয়েছে তা জানতে- http://ngi.teletalk.com.bd/ntrca/app/requisition-list.php

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.