যুব মহিলা লীগের নেতৃত্বে নাজমা-অপু
ওয়ান নিউজঃ বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি পদে নাজমা আকতার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে সংগঠনটির দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক হিসেবে নিলুফা রহমানের নামও ঘোষণা করা হয়।
২০০৪ সালের ৫ মার্চ যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়েছিল। প্রায় এক যুগ পেরিয়ে এবারের সম্মেলন অনুষ্ঠিত হলো। সারাদেশের প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর এই সম্মেলনে যোগ দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.