যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর
ওয়ান নিউজঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১১ নভেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্রীয় যুবলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে— ওইদিন সকাল ৮টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করে তার আত্মার মাগফিরাত কামনা করবেন যুবলীগ নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছিল সংগঠনটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.