যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড: প্রধান বিচারপতি
ওয়ান নিউজঃ যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু (ন্যাচারাল লাইফ) কারাবাস বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, দণ্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৩০ বছর।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাভারের ৩ জনের মৃত্যুদণ্ড মওকুফ করে যাবজ্জীবন দণ্ড দেন আপিল বিভাগ। তবে আদেশে বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাদণ্ড।
তখন আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, যাবজ্জীবন মানে ৩০ বছর। জবাবে প্রধান বিচারপতি বলেছেন, মূল রায়ে এটির ব্যাখ্যা থাকবে। তবে অ্যাটর্নি জেনারেলের মতে, এখনি এটা বলা যাবে না যে, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। মূল রায় আসার পরে বোঝা যাবে।
উল্লেখ্য, ২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদণ্ড দেন দ্রুত বিচার আদালত। হাইকোর্টে আপিলের পর বিচারিক আদালতের দণ্ড বহাল থাকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.