যশোর-৫ আসনের সাবেক জনপ্রিয় এমপি খান টিপু সুলতান মারা গেছেন
ইয়ানূর রহমান : যশোর-৫ মনিরামপুর আসন থেকে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. খান টিপু সুলতান মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯ টায় ঢাকার সেন্ট্রাল হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
আওয়ামীলীগ জনপ্রিয় এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে হুমায়ুন সুলতান সাদাব। মরহুমের জানাযা রোববার বাদ আসর যশোর ঈদগাহ ময়দানে, বাদ মাগরিব মনিরামপুরে ও এশার নামাজের পর খুলনার ডুমুরিয়ায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্যঃ গত ১৫ আগস্ট মঙ্গলবার যশোর শহরে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি শরীরে জ্বর অনুভব করেন। এর মধ্যে হঠাৎ করে পড়ে গিয়ে অচেতন হয়ে যান। স্বজনরা তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎস’রা ঢাকায় চিকিৎসা করার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে তাঁকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে আইসিইউতে লাইফ সার্পোটে রাখা হয়। পরীক্ষা নিরিক্ষার পর জানানো হয় তিনি ম্যানেনজাইটিজ রোগে আক্রান্ত্র হয়ে ব্রেনে ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে পানি জমছে। লাইফ সাপোর্টে থাকা অবস্হায় শনিবার রাতে মারা যান সাবেক এই সংসদ সদস্য।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.