যশোর-বেনাপোল সড়কে দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত
ইয়ানূর রহমান : যশোর-বেনাপোল সড়কের চারাতলা নামক স্থানে কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনায় এক মটর সাইকেল চালক নিহত হয়েছে।
নিহত মটর সাইকেল চালকের নাম বাবুল (৩৫) হোসেন। সে মাগুরা জেলার সদরে মিরপাড়া গ্রামের মির মোঃ সরোয়ারের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।
নাবারন হাইওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্য আফজাল হোসেন জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা মটর সাইকেলের ( মাগুরা হ ১১-৯০১০ নং) ধাক্কা মারে যশোর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান। যার নং যশোর ১১- ৪৪৪১ ( এমকে কার্গো সার্ভিস)। মটর সাইকেল আরোহীকে পিষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। মটরসাইকেল আরোহী বাবুল ওরফে কালা ঘটনাস্থলেই মারা যায়।
বাবুলের পকেট হতে একটি শ্রমিক ইউনিয়নের কার্ড উদ্ধার করে পুলিশ। যার নং ৭১৪।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.