যশোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

ইয়ানুর রহমান : যশোরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার বাইসা গ্রামের মৃত মোহম্মদ বিশ্বাসের ছেলে।

 

নিহতর স্ত্রী মনোয়ারা বেগম জানান, রোববার দুপুরে জাহাঙ্গীর ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার পথে যশোর-বেনাপোল সড়কের নাভারণ নামক স্থানে পৌছালে বেনাপোল গামী একটি বাস পিছন থেকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানন্তর করে। যশোর হাসপাতালে আনার পর বেলা পৌনে তিনটার দিকে তিনি মারা যান।

 

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.