ইয়ানূর রহমান : যশোর সদরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা (৮) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শামীম (৩০) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার রাত ৩টায় শহরের খোলাডাঙা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি নিহত শামিম একজন মাদক ব্যবসায়ী ও নানা অপরাধে জড়িত। ঘটনা স্থল থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। নিহত শামীম যশোর সদর এলাকার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান। তৃষা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন শামীম। তাঁর বিরুদ্ধে ধষর্ণসহ একাধিক মামলা ছিল।
ওসি জানান, শামীম তাঁর খোলাডাঙা এলাকার বাড়িতে অবস্থান করছেন, এ খবর পেয়ে পুলিশ রাতে তাঁকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে শামীম গুলিবিদ্ধ হন। আহত শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.