ইয়ানূর রহমান : যশোরে রোববার ( ২৫ আগষ্ট ) সন্ধ্যা ৭ টা থেকে সোমবার (২৬ আগষ্ট ) সকাল ১০টা পর্যন্ত ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বিমান বাহিনীর আবহাওয়া অফিস। এটা চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ বৃষ্টি।
মাত্র ১৫ ঘণ্টায় এত ভারী বৃষ্টিপাতের কারণে যশোরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক জায়গায় বাড়িঘরে পানি উঠেগেছে।
রান্না খাওয়ার ব্যবস্থাও নেই সেখানে। যশোরের পল্লীতে অনেক নীচু এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজো সারদিন রাত একই রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এঅবস্থা চললে অনেক জায়গায় জলাবদ্ধতার কারনে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোরের শহরের উপশহর, খড়কি, বারান্দিপাড়া,রেলগেট এলাকা, বেজপাড়া, টিবিক্লিনিক এলাকা, শংকরপুর, লিচুতলা,খড়কি, কদমতলা সহ ৮টি উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন রয়েছে। প্লাবিত অঞ্চলগুলোতে মানুষের ভোগান্তি বাড়ছে, চলাচলও বিঘ্নিত হচ্ছে।