যশোরে নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

ইয়ানূর রহমান : যশোরে উদ্ধার হওয়া নয় রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় কোতয়ালি থানা পুলিশের একটি টিম রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার উদ্দেশে রওনা হয়।
বান্দরবান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে এই রোহিঙ্গা পরিবার। পরে বাংলাদেশী প্রতারকের খপ্পরে পড়ে ছয় শিশুসহ পরিবারটি যশোরে আসে। বুধবার বিকেলে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ রোহিঙ্গা পরিবারটিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা জানান, উদ্ধার হওয়া নারী শিশুসহ নয় রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। বেলা দুইটায় কোতয়ালি থানা পুলিশ একটি গাড়িতে করে উখিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

এরা হলেন- তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবং তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯ মাস)।

এ কে এম আজমল হুদা আরো জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.