যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ২৫০

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে ৭২০জনের নমুনা পরীক্ষা করে ২৫০জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোরে শনাক্তের হার প্রায় ৩৫%শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৪০ সিটের বিপরীতে ২০২জন ভর্তি আছে। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি।

শহর থেকে গ্রামের জনপদে আজও সাধারণ মানুষের বেপরোয়া চলাফেরার করতে দেখা গেছে। এদিকে গ্রাম অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন প্রশাসন।

যশোরের ২৫০শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের ১৪০ সিটের বিপরীতে ২০২জন ভর্তি আছে। যে সকল রোগী হাসপাতালে আনা হচ্ছে তারা খুব মুমূর্ষু অবস্থায় আসছে এবং ১০থেকে ১৫মিনিটের মধ্যে মারা যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.