ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ৩শ’ ২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে বিজিবি সদস্যরা আটক করেছে। আটককৃত মদক ব্যবসায়ী শার্শার বালুন্ডা গ্রামের নূর ইসলামের পুত্র আল-আমিন।
খুলনা ২১ বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশ অভ্যন্তরে ফেনসিডিল আনছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল পুটখালী গ্রামের মসজিদ বাড়ী পোষ্টের পাশের লেবু বাগানে অবস্থান নেয়। ৩০অক্টোবর মঙ্গলবার রাত ২টার সময় ৩শ’ ২০ বোতল সহ বিজিবি’র হল দলটি মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আসামী ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.