যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৪জন

ইয়ানুর রহমান : যশোরে স্কুলের পিকনিকগামী বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বুধবার রাতে যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই স্কুলছাত্রী, একজন শিক্ষক ও বাসের হেলপার রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ বলছে, নিহতের সংখ্যা তিনজন। নিহত তিনজন হলেন, বাসের হেলপার মিলন, স্কুলছাত্রী সুমাইয়া ও সাথী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে দুই ছাত্রী মারা যায় বলে রাত ১০টার দিকে নিশ্চিত করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব। দুর্ঘটনাস্থলে থাকা চৌগাছার সাংবাদিক উজ্জল জানান, ওই স্কুলের শিক্ষক জহুরুল ইসলামও নিহত হয়েছেন।

চৌগাছা থানার এসআই ওয়াহেদুজ্জামান রাত ১০টার দিকে বলেন, বহু শিক্ষার্থী বাসটির মধ্যে আটকে পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ও এলাকাবাসী।

বাসটিতে চৌগাছার রামকৃষ্ণপুর হাইস্কুলের পিকনিকগামী শিক্ষার্থীরা ছিল। রাত সোয়া ৯টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।

স্থানীয় সাংবাদিকরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে অন্তত ২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে আট-দশজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভিন, পৌরসভার মেয়র নূরউদ্দিন আল মামুন হিমেল হাসপাতালে রয়েছেন।

যোগাযোগ করা হলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে। তবে, তাদের নাম-পরিচয় তিনি বলতে পারেননি।

আহতরা বলেছে, দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার জন্য রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গাড়িটি (ময়মনসিংহ-ব-০০৫-০১০) রাত ৯টার কিছু সময় আগে রওনা হয়। রাত সোয়া ৯টার দিকে গাড়িটি দানবাক্স এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি তালগাছে ধাক্কা দেয়। এর পরই গাড়িটি উল্টে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.