ম্যাটস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস’র ম্যাটস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন  ক্লাস আজ ১০/০১/১৭ইং মঙ্গলবার সকাল ১০টায় হোটেল সিলভার সাইন হল রুমে মাওলানা আবদুস শুক্কুরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ডাঃ রহিম উল্লাহ (চেয়ারম্যান, গভর্নিংবডি,কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিএমএ কক্সবাজার জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ প্রণব কুমার চেীধুরী সহকারী অধ্যাপক (নাক,কান,গলা বিভাগ) কক্সবাজার মেডিকেল কলেজ, কাজী মুহাম্মদ নিজামুল হক, (সদস্য,গভর্নিংবডি, কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস), ডাঃ শাহ আলম প্রিন্সিপাল, কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস’র ম্যাটস প্রথম বর্ষ ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুবুর রহমান বলেন, উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন মানবসম্পদে পরিনত হবে। তারাই দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। বিশেষ করে স্বাস্থ্য সেবায় নিজে কে নিয়োজিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের আত্বনিয়োগ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ প্রণব কুমার চেীধুরী বলেন, শিক্ষার্থীদের অর্জনকে ধরে রাখতে শৃঙ্খলার কোন বিকল্প নেই। নবাগত শিক্ষাথীদের তিনি প্রতিষ্টানের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ শাহ আলম বলেন, আমরা কক্সবাজারে স্বাস্থ্য সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে আমাদের প্রয়াস অব্যহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে কাজী মুহাম্মদ নিজামুল হক বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তিতে রুপ নিয়েছে স্বাস্থ্য সেবা। কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস’র ম্যাটস প্রথম বর্ষের ওরিয়েন্টশন স্বাস্থ্য সেবা কে আরো একধাপ এগিয়ে নিল পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার কে। কক্সবাজারের প্রতিটি-গঞ্জে আমরা সরকারের পাশাপাশি স্বাস্থ্য সেবা পৌঁছে বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে ডাঃ রহিম উল্লাহ বলেন, আজকে তোমরা যারা শিক্ষার্থী হয়ে কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটসে প্রবেশ করেছো, তারা আগামী দিনের এক, একজন ডাক্তার হয়ে স্বাস্থ্য সেবায় মানুষের পাশে দাঁড়াবে।

দিদারুল আলম (এজিএম-প্রশাসন) এর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডাঃ খলিলুর রহমান,(হৃদরোগ বিশেষজ্ঞ), ডাঃ এস.এম.গোলাম সারোয়ার, (চীপ মেডিকেল অফিসার), ডাঃ আনিসুর রহমান, ইকবাল বাহার (এজিএম-হিসাব), অত্র প্রতিষ্টানের শিক্ষক ডাঃ ফারজানা ফারুক, নুরুল আজিম, সুমন রায় চৌধুরী, মনজুর আলম, উম্মে হানি সাফিয়া এবং অধ্যক্ষ মাওলানা মুহিবুল্লাহ (কক্সবাজার হাসেমিয়া কামিল মাদরাসা), মোঃ ইকবাল হোসেন (সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়), শফিউল আলম খন্দকার (কক্সবাজার হার্ভাড কলেজ),মফিজুল ইসলাম (রামু খিজারী উচ্চ বিদ্যালয়), মোঃ হানিফ (খুরস্কুল উচ্চ বিদ্যালয়), শওকত হোছাইন (ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়), মোঃ জহিরুল হক (খরুলিয়া উচ্চ বিদ্যালয়), শামশুল আলম (খরুলিয়া তালিমুল কোরআন মাদরাসা), সুদত্ত বড়ুয়া (রামু বালিকা উচ্চ বিদ্যালয়), হুসাইনুল ইসলাম মাতবন (জারাইলতলী উচ্চ বিদ্যালয়), বাবু কিশোর বড়ুয়া (কাউয়ারখোপ উচ্চ বিদ্যালয়), নুরুল হুদা (জোয়ারিয়া নালা উচ্চ বিদ্যালয়), আমানুল হক (আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়) প্রমুখ।

 

উৎসবমুখর পদচারণার মধ্য দিয়ে নবগত শিক্ষার্থীরা কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস কে শ্রেষ্ঠ মেডিকেল শিক্ষা প্রতিষ্টানে পরিনত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.