ম্যাজিস্ট্রেটের সই জাল করে সমুদ্র সৈকত থেকে প্রতি বছর চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে হাফেজ।

 

 

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে কর্মরত পটোগ্রাফারদের

কাছ থেকে সরকার অনুমোদিত আসল কার্ড দেওয়ার নাম করে জন প্রতি দশ হাজার টাকা করে. ৪০০ বেশি পটোগ্রাফার থেকে

প্রতি বছর চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে ম্যাজিট্রেটের সই জাল করে নকল কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে।

বরাবরের মত এবারও নতুন করে টাকা হাতিয়ে নেওয়ার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

সাথে সমান তালে চলছে ইয়াবার রাম রাম ব্যবসা

দুই বছর আগে যার এক বেলা ভাত জুড়ত অনেক কষ্টে,

সে এখন দশ কোটি টাকার মালিক

বাড়ি গাড়ি সব হয়েছে তার।

অনেকে মনে করেন তরুণ নেতা কাজি রাসেলকে

ফাঁসাতে দুষ্ট লোকের ইশারায় রাসেলের পাশে থেকে

এই অসাধু কাজ করে যাচ্ছেন মোঃ হাফেজ যা কাজী রাসেল নিজেও জানেনা।

প্রমান সহ বিস্তারিত আসছে  চোখ রাখুন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.