মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাহুলের

ওয়ান নিউজ ডেক্সঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। বিরোধী দলীয় নেতার অভিযোগ, নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভারতের সাহারা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন।

রাহুল বলেছেন, আয়কর দফতরের কাছে মোদির সব দুর্নীতির তথ্য আছে।

গেল সপ্তাহে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, তার কাছে মোদির ‘ব্যক্তিগত দুর্নীতি’ সংক্রান্ত অনেক তথ্য রয়েছে। কিন্তু সংসদে তাকে কিছুই বলতে দেয়া হচ্ছে না। অবশেষে বুধবার নরেন্দ্র মোদির ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে মুখ খুললেন রাহুল। কংগ্রেস সহ-সভাপতি অভিযোগ করেছেন, সাহারা ৬ মাসে ৯ বার মোদিকে টাকা দিয়েছে।

অপরদিকে বিড়লারাও মোদিকে টাকা দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল। তার দাবি, মোদিকে প্রায় ১২ কোটি টাকা দিয়েছে বিড়লা গোষ্ঠী।

মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে রাহুল প্রশ্ন করেন, এইসব দুর্নীতির তথ্য কবে সামনে আনবেন? প্রধানমন্ত্রী আপনি বলুন, এটা সত্য না মিথ্যা? ডায়েরি সত্য কি না বলুন?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.