অনলাইন ডেস্ক
ভারতে করোনার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দরিদ্র জনগণ। তাদের অবস্থা বিবেচনা করে ২৬ হাজার কোটি রুপি খরচে দেশটির কেন্দ্রীয় সরকার আগামী মে এবং জুন মাসে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুক্রবার (২৩ এপ্রিল) ঘোষণা দেওয়া হয়, দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেবে সরকার।
এদিকে, দেশটিতে করোনা শনাক্ত বিবেচনায় যা বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৩২ হাজার ৭৩০ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। বুধবার (২১ এপ্রিল) এ সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। শুক্রবারের (২৩ এপ্রিল) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। ২২ এপ্রিল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ১০৪। ২১ এপ্রিল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ২৩।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.