‘মেয়েটি এখন কোথায় যাবে’ আসছে শিগগিরই

ওয়ান নিউজ বিনোদন ডেক্স: জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা। পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী। অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের শেষের দিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গত ২৮ ডিসেম্বর ছাড়পত্র লাভ করে। বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তবে এখনো মুক্তির দিনক্ষণ ঠিক হয়নি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় শাহরিয়াজ-জলি ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী। সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.