সংবাদ বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের পিতা হাজী ছিদ্দিক আহমদ কোম্পানীর মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০১২ সালের ৩০ অক্টোবর অর্থাৎ আজকের এইদিনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। ১৯৩০ সালের ১ জানুয়ারী কক্সবাজার শহরের পূর্ব নতুন বাহারছড়া এলাকার সমাজসেবক খলিলুর রহমানের ঘরে জন্মগ্রহন করেন তিনি।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক আলহাজ্ব ছিদ্দিক আহমদ কোম্পানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর ইছালে সওয়াবের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে শুক্রবার আছরের নামাজের পর নতুন বাহারছড়া শাহী জামে মসজিদে খতমে কোরআন, খতমে তাহলিল ও কবর জেয়ারতের মধ্যদিয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, আলেম ওলামাগন ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ সবাইকে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন মরহুম হাজী ছিদ্দিক আহমদ কোম্পানীর বড় সন্তান মেয়র মুজিবুর রহমান।
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪৯
পরের খবর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.