চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম সিটি করপোরশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সম্মানী ছিল ১ লাখ ৩৫ হাজার টাকা। প্রতিমাসে সম্মানীর সেই টাকা ছুঁয়েও দেখতেন না তিনি। বিলিয়ে দিতেন অসহায়দের জন্য। তারই মতো কম যান না চসিকের বর্তমান মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। তিনি ঘোষণা দিয়েছেন সম্মানীর মোট ৫০ হাজার টাকা ব্যয় হবে অটিজম শিশুদের কল্যাণে।
মঙ্গলবার (১ জুন) নগরীর প্রবর্তক মোড়ে ‘নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন’ আয়োজিত দরিদ্র অসহায় অসচ্ছল অটিজম ৬০ প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র রেজাউল।
প্রবীণ সাংবাদিক এম. নাসিরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ।
অটিজম শিশুদের পরিবারের বোঝা মনে করাটা উচিত নয় বলে মন্তব্য করে এ সময় মেয়র বলেন, ‘এখন তারা জ্ঞান-বিজ্ঞানের সর্বক্ষেত্রে নিজ যোগ্যতায় বিচরণ করছে। সমাজের বিত্তশালীদের অটিজম শিশুর কল্যাণে এগিয়ে আসা উচিত।’
অনুষ্ঠানে নন্দীরহাট মায়াকানন ১ নম্বর ওয়ার্ডে ইনক্লুসিভ হোমে চট্টগ্রাম সিটি করপোরেশনের নামে একটি কর্ণার চালুর প্রস্তাব করেন ‘নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন’র কর্মকর্তারা। তাদের এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন মেয়র রেজাউল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মো. শামীম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশ, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের যাকাত ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা কামরুদ্দিন চৌধুরী তাহের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.