মেহজাবিনের ‘এক মুঠো ভালোবাসা’
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ভালোবাসা দ্বন্দ্ব, সুখ, স্বার্থ ও আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এক মুঠো ভালোবাসা’। আলামিন, সেরা জামান ও মেহেদী রনি’র গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন রাজিব রসুল। নাটকটির প্রধান চরিত্রে মেহজাবিন, ইরফান সাজ্জাদ, এ্যালেন শুভ্র, সালাউদ্দীন লাভলু প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে, সন্তানের ও বাবা মায়ের ভালোবাসা, প্রেমিকের ও প্রেমিকার ভালোবাসা। বিশ্বাস, প্রতিশ্রুতি, না পাওয়ার তীব্র যন্ত্রণা, পাওয়ার চরম আনন্দ, অনুভূতি, স্বপ্নের মৃত্যু, স্মৃতির কাতরতা নিয়েই পথ চলার গল্প।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.