ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ লিওনেল মেসিকে ছাড়াই এল ক্লাসিকোতে বড় জয় পেয়েছিল বার্সেলোনা। তবে বুধবার নিজেদের প্রাণ ভোমরার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে কাতালান ক্লাবটি। কোপা দেল রে’তে কালতুরাল লিওনেসার বিপক্ষে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে দলটিকে। ক্লেমোঁ লংলের শেষ মুহূর্তের গোলে এদিন জয় পায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
এদিন প্রতিপক্ষের মাঠে তুলনামূলক কম শক্তির দল নিয়েই খেলতে যায় বার্সেলোনা। এল ক্লাসিকোর ম্যাচের বেশিরভাগ খেলোয়াড় ছিলেন বিশ্রামে। তবু আধিপত্য বিস্তার করেই খেলেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের ৬৮ ভাগ সময়ই বল দখলে নিয়ে খেলে বার্সা। গোল মুখে শট করে ১২টি। যার ২টি ছিল টার্গেটে। এদিকে বল দখলে পিছিয়ে থাকলেও স্বাগতিকরাও বার্সার গোল মুখে ১০টি শট নেয়। যার ৪টিই ছিল টার্গেটে।
তবে ম্যাচের একমাত্র গোলটি আসে ৯০ মিনিটের পরে। নির্ধারিত সময়ের প্রথম মিনিটে উসমান দেম্বেলের দারুণ একটি ফ্রি-কিক থেকে দলকে জয় সূচক গোলটি এনে দেন বদলি হিসেবে নামা বার্সার ফরাসি ডিফেন্ডার লংলে।
এর দুই মিনিট পর লিওনাসের সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। তবে দশ জনে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষে আর কোন গোল আদায় করতে পারেনি বার্সা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.