মেরিন ড্রাইভ সড়কে বাসের ধাক্কায় নিহত ৩ – আহত ৩
মাসেদুল হক আরমান রামু. কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাসের দাক্কায় সি এন জি চালিত অটোরিকশার ড্রাইভার সহ ৩ জন নিহত। এসময় আহত হয়েছেন সি এনজির অপর যাত্রী।
সোমবার বেলা পৌনে ১২ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত ) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি জব্দ করেছে রেজুখাল এলাকায় বসা বিজিবি যৌথ চেকপোস্টের দায়িত্বরতরা। আর দুমড়ে মুচড়ে যাওয়া সি এন জি টি জব্দ করেছে হিমছড়ি পুলিশ। নিহতরা হলেন টেকনাফের বাহারছড়া শামলাপুর পুরানপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে সি এন জি চালক নুরুল আবচার (২৬) ও মৃত হাজি সিকান্দারের ছেলে ছৈয়দুল ইসলাম (৫৫)।আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ( ভারপ্রাপ্ত) আব্দুল হালিম পত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পযটক বোঝাই ইনানী অভিমুখী বাসটি কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের প্যাচারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসলে কক্সবাজার অভিমুখী সি এনজি টি কে সামনে থেকে দাক্কা দেয় বাস চালক ও হেলপার কে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত সি এন জি ও বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.