আতিকুর রহমান মানিক:
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দ্রুতগামী জীপের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক নারী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া সংযোগ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনার পাড়া সড়কের মাথায় পুলিশ চেকপোস্টের দক্ষিণ পাশে কক্সবাজার মুখী একটি টুরিস্ট জিপ (বরিশাল-ঘ ০৫-০০২৬) পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় জিপের বাম্পারের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন রবিয়া খাতুন নামে এক নারী। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় স্হানীয়রা তাঁকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে ।
দুর্ঘটনার পরপর ঘাতক গাড়িটির চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৬
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.