মেঘনায় নৌকায় আনন্দ ভ্রমণ, দেশীয় অস্ত্রসহ ৪৬ কিশোর আটক

ডেস্ক নিউজ: নরসিংদীর মেঘনা নদীতে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে বের হওয়ায় একটি নৌকার মাঝিসহ ৪৬ কিশোরকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দিবাগত রাত ৯টায় নরসিংদী পৌরসভার নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ওই নৌকা থেকে চাপাতি, সামুরাইসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা কিশোরেরা সবাই নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌকা থেকে চাপাতি, সামুরাই, লোহার ও প্লাস্টিকের পাইপসহ উদ্ধার করা অস্ত্র। ছবি : এনটিভি

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান বলেন, ‘কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কিছু কিশোরকে মেঘনা নদীতে একটি নৌকায় উল্লাস করতে দেখা যায়। এ সময় নৌকায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ ও নৌকাটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে নৌকা থেকে তিনটি চাপাতি, সামুরাই, কয়েকটি লোহার ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। পরে তাদের স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.