মুম্বই বোলারদের দাপটে ৭ উইকেট হারিয়ে প্রবল চাপে চেন্নাই
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে বল করার সিদ্ধান্ত নিল। রোহিত শর্মার জায়গায় শুক্রবার দলকে নেতৃত্ব দিচ্ছেন কেইরন পোলার্ড। আগের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল রোহিতের।
এখন রোহিত আগের থেকে অনেকটাই সুস্থ। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। তাই মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ মুম্বইয়ের নেতৃত্বে পোলার্ড। রোহিতের জায়গায় দলে এসেছেন সৌরভ তিওয়ারি।
আজকের ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে চেন্নাই শিবির। শেন ওয়াটসন, কেদার যাদব, পীযূষ চাওলাকে দলের বাইরে রাখা হয়েছে। দলে এসেছেন ইমরান তাহির, রুতুরাজ গায়কোয়াড় ও নারায়ণ জগদিসান।
শুরুতেই বিপর্যয় চেন্নাই শিবিরে। প্রথম ওভারের পঞ্চম বলে রুতুরাজ গায়কোয়াড়কে (০) এলবিডব্লিউ করেন ট্রেন্ট বোল্ট। যশপ্রীত বুমরা তাঁর প্রথম ওভারেই অম্বতি রায়ুডু (২) ও জগদিসানকে (০) পর পর দু বলে আউট করেন। দ্বিতীয় ওভারেই ব্যাট করতে নামেন ধোনি। চেন্নাই ব্যাটসম্যানদের মধ্যে দু’ প্লেসি রানের মধ্যে ছিলেন। তিনিও (১) ব্যর্থ এদিন। কুইন্টন ডি’ ককের হাতে তালুবন্দি হন দু’ প্লেসি।
পর পর দল যখন উইকেট হারাচ্ছে, তখন রবীন্দ্র জাদেজা ও ধোনির উপরে দায়িত্ব ছিল ইনিংস গড়ার। দিনটা ছিল মুম্বই বোলারদের। বোল্ট ফের আঘাত হানেন চেন্নাই শিবিরে। তাঁর বলে জাদেজার (৭) ক্যাচ ধরেন ক্রুনাল পাণ্ড্য। পাওয়ারপ্লেতেই পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল চেন্নাই। ম্যাচের রাশ শুরু থেকেই চলে এসেছিল মুম্বইয়ের হাতে। চেন্নাই সমর্থকরা ধরে নিয়েছিলেন ধোনি হয়তো জ্বলে উঠতে পারেন।
অধিনায়কও ব্যর্থ হন। রাহুল চহারের বলে মাত্র ১৬ রানে আউট হন ধোনি।দীপক চহারও (০) শিকার রাহুল চহারের। ১২ ওভারে চেন্নাইয়ের রান ৭ উইকেট ৫৯। ক্রিজে স্যাম কারেন ও শার্দুল ঠাকুর।
এ বারের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্সের গ্রাফটা ক্রমেই নীচের দিকে নামছে।১০টি ম্যাচের মধ্যে ৭টিতেই তারা হেরেছে। অবস্থা এমনই যে, বাকি সব ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে মহেন্দ্র সিংহ ধোনির দল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.