মুফতি আমির হামজা আটক
ডেস্ক নিউজ:
দেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল।
সোমবার (২৪ মে) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, রোববার বিকেলে মুফতি আমির হামজা বাড়িতে আসেন। এরপর আজ সোমবার বিকেলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমির হামজা ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশকিছু বক্তব্য উগ্রবাদে উসকানিমূলক।
সম্প্রতি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু হলে তিনি আত্মগোপনে চলে যান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.