মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ওয়ান নিউজঃ দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। রোববার জাতি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করবে।
তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন।
জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে জাতি স্বাধীনতা পেয়েছে। তাদের অসামান্য অবদান ও সাহসী ভূমিকা বাঙালির বিজয়কে ত্বরান্বিত করে।
মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী বিদেশি বন্ধুদের পরম শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ইতিহাসে তাদের অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.