মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ওয়ান নিউজঃ দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঐতিহাসিক এ দিনে পরম শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, মহান স্বাধীনতা দিবস জাতীয় জীবনে এক অনন্য গৌরবময় দিন। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তারই নেতৃত্বে দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় মহান স্বাধীনতা।

রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান। রোববার জাতি যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করবে।

তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন।

জাতীয় চার নেতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে জাতি স্বাধীনতা পেয়েছে। তাদের অসামান্য অবদান ও সাহসী ভূমিকা বাঙালির বিজয়কে ত্বরান্বিত করে।

মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী বিদেশি বন্ধুদের পরম শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ইতিহাসে তাদের অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.