ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের ওপারে ‘স্থলমাইন’ বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, রোহিঙ্গা পারাপার ঠেকাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সীমান্তে তাদের এলাকায় গোপনে ‘স্থলমাইন’ পুতে রেখেছে এবং সেটার একটি বিস্ফোরণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন বলেও সূত্র জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঘুমধুম এলাকার ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হামিদ হোসেন (৩১) উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর ব্লক- জি-৪ এর আব্দুল করিমের ছেলে। আহতরা হলেন, একই ক্যাম্পে হাবিব উল্লাহ ও জুয়েল হক।
তবে, হতাহতরা সেখানে কেন গিয়েছিলেন বা কোথা থেকে আসছিলেন তা নিশ্চিত করতে পারেননি কেউ।
রোহিঙ্গারা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুমধুমের ৩৯ নম্বর পিলারের মধ্যবর্তী সীমান্ত এলাকায় বিস্ফোরণের একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এসময় অপর দুইজনকে আহতাবস্থায় উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.