মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ঘোষণা মোদির

ওয়ান নিউজ ডেক্সঃ মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নেপিদোতে অং সাং সু চির সাথে সাক্ষাতে মিয়ানমারের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেয়ার ঘোষণাও দেন তিনি। সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা দেন সু চি।

রাখাইন রাজ্যের চলমান উত্তেজনা মোদির মিয়ানমার সফরের মূল আলোচ্য বিষয় হবে এমনটাই ধারণা করা হচ্ছিলো। কিন্তু সুচির সাথে সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুর পরিবর্তে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েই গুরুত্ব আরোপ করেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় সন্ত্রাস দমনে এক সঙ্গে কাজ করার ঘোষণা দেন মোদি। সেইসঙ্গে মিয়ানমারে শান্তির লক্ষ্যে সু চির নেতৃত্বের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,”রাখাইন রাজ্যে সন্ত্রাসী হামলা ও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিতে আমরা দুঃখ প্রকাশ করছি। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে সব পক্ষকেই এগিয়ে আসতে হবে। মিয়ানমারের ঐক্য ও সার্বভৌমত্বের জন্য শান্তি, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সকলেই শ্রদ্ধাশীল হতে হবে।”সন্ত্রাস দমনে পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানান সু চি।

অং সাং সু চি বলেন,”সন্ত্রাস দমন ইস্যুতে ভারতকে পাশে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। সন্ত্রাসবাদ নির্মূলে আমরা একসঙ্গে কাজ করবো। সেই সঙ্গে প্রতিবেশী দেশের নিরাপত্তা ইস্যুতেও আমাদের এক হতে হবে।”

এদিকে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুসলিম প্রধান অনেক দেশে। মঙ্গলবার মিয়ানমার থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে মালয়েশিয়া। তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। ইন্দোনেশিয়ায় মঙ্গলবারও রোহিঙ্গা সংকট নিয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে ভারতেও। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.