মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ওয়ান নিউজ ডেক্সঃ ত্রাণকর্মী ও রোহিঙ্গা সহ সাধারণ লোকজনের ওপর যেন নিরাপত্তা বাহিনী হামলা না চালায়, সে ব্যাপারে মিয়ানমারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে নির্যাতনের হাত থেকে বাঁচতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে সাগরে নৌকাডুবিতে ১৯ রোহিঙ্গা নারী ও শিশুর মৃত্যু হয়। গত ৩১ আগস্ট সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার মাজারপাড়া তীরে তাদের মরদেহগুলো ভেসে উঠে।
মিয়ানমারের স্থানীয় নিউজ পোর্টাল ইলেভেন মিয়ানমারসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেইলি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে তুলোধুনো করে একটি বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে নিকি বলেন, ‘আরও বেশি সহিংসতা ঠেকাতে বার্মিজ নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নেয়ার সময় আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে, যে আইনে নিরীহ বেসামরিক জনগণ মানবাধিকার কর্মীদের ওপর হামলা থেকে বিরত থাকা এবং বিপদে থাকা মানুষদের সাহায্যপ্রাপ্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে।’
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেসও মিয়ানমারে সহিংসতা এবং নৌকাডুবিতে মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ৩০ আগস্টই অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হয়।
অন্যদিকে আন্তর্জাতিক কিছু মহল থেকে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালানো রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি করে তাদের দেশে ফেরত পাঠানোর বদলে গ্রহণ করে নেয়ার জন্য বাংলাদেশের ওপর চাপ দেয়া হচ্ছে। মিয়ানমার সরকারেরও দাবি, রোহিঙ্গারা বাঙালি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.