মিশেল ওবামার সঙ্গে বন্ধুত্ব, সমালোচনায় ‘হতবাক’ বুশ

ওয়ান নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে তার বন্ধুত্ব দেখে মানুষ যে সমালোচনা করছে তাতে ‘হতবাক’ হয়েছেন তিনি। কারণ এই বন্ধুত্বকে মৈত্রীর প্রতীক বলে মনে করছেন তিনি।

রোববার টেলিভিশন চ্যানেল সিবিএস-এর ‘সিবিএস সানডে মর্নিং’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘মিশেল আর আমি যে বন্ধু হতে পারি, তা দেখে মার্কিন জনগণ অবাক হয়েছে। কারণ আমেরিকানরা তাদের চিন্তাভাবনায় এতটাই বিভক্ত হয়েছে যে তারা জর্জ ডব্লিউ বুশ এবং মিশেল ওবামাকে বন্ধু বলে কল্পনা করতে পারে না।’

বুশ ও মিশেলের সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি লরা বুশ অবশ্য বলেছেন, এটি শুধুই বন্ধুত্ব।

সাক্ষাৎকারে জর্জ ডব্লিউ বুশ মার্কিন কংগ্রেসকে অভিবাসন ইস্যুতে ‘কঠিন সুর’ নরম করার আহ্বান জানান। তিনি আশা করেন, এর মাধ্যমে অভিবাসীদের আরও সম্মানজনক একটি অবস্থা নির্ধারণ করা হবে এবং আরও নীতিগত পরিবর্তন হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশ অভিবাসীদের নিয়ে নতুন বই ‘আউট অব মেনি, ওয়ান: পোর্ট্রেটস অব আমেরিকা’ উন্মুক্ত করেন। বুশ বলেন, ‘বইটি হয়তো দেশের নীতি পরিবর্তন করবে না, তবে পরিবর্তনের দিকে অগ্রসর মানুষের মধ্যে তারও যে কণ্ঠস্বর রয়েছে তা জানান দেবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.