ওয়ান নিউজঃ কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এসে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপির এক সদস্য ৩৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
পরে মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে রামুর মহাবিহার শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মারা যাওয়া বিজিপির সদস্য ক্যাউ নন্দা (৩০)। তিনি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পুলিশ ল্যান্স করপোরাল পদে কর্মরত ছিলেন।
আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর জেরে বিভিন্ন সময় সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয়ে রয়েছে ১২৪ বিজিপি সদস্য। এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য ক্যাউ নন্দা গত ২৮ জুলাই অসুস্থ হয়ে পড়েন। পরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়ে। পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিজিবির কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। গত ২ আগস্ট সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিজিপির অসুস্থ এ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) পাঠান।
বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘গত ৩ আগস্ট রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিপি সদস্য ক্যাউ নন্দার মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়। এরপর বিষয়টি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সরকারের সংশ্লিষ্টরা মিয়ানমার দূতাবাস যোগযোগ করেন।’
লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সরকারের সংশ্লিষ্টদের পাশাপাশি বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক গত ১৭ আগস্ট চমেক হাসপাতালের মর্গ থেকে বিজিপির সদস্যের মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় রামু উপজেলার মহাবিহার শ্মশানে ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি এবং বিজিবির সংশ্লিষ্টদের উপস্থিতিতে অসুস্থ হয়ে মৃত বিজিপির সদস্যের সৎকার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
Excellent blog here Also your website loads up very fast What web host are you using Can I get your affiliate link to your host I wish my web site loaded up as quickly as yours lol